ঝিকরগাছার গদখালীতে ২ দিন ব্যাপী ফুলের মেলা শুরু

0
680

কামারুজ্জামান কামাল, ঝিকরগাছা : ফুলের রাজধানী খ্যাঁত যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামে আজ থেকে ২দিন ব্যাপী ফুলের মেলা শুরু হয়েছে। এই প্রথমবারের মতো ফুলের মেলা শুরু হলো গদখালীর পানিসারা গ্রামে। ২১ শে ফেব্রয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে বলে এ অঞ্চলের ফুল চাষেরজনক কৃষক শের আলী সরদার ও বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম জানিয়েছেন। প্রতিবছর বিভিন্ন দিবস উপলক্ষে যেমন,১৪ ই ফেব্রয়ারী বিশ্ব ভালবাসা দিবস, পহেলা ফাল্গুন ও ২১ ফেব্রয়ারী, ১৬ ডিসেম্বর এ অঞ্চলে ফুলপ্রেমী মানুষের ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে ২১ ফেব্রয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুলের রাজধানী খ্যাঁত ঝিকরগাছা উপজেলার গদখালী, পানিসারা, নাভারন, নির্বাসখোলা ইউনিয়নের বিভিন্ন ফুল বাজার ও ফুলক্ষেঁতে ফুলপ্রেমী মানুষের ও ভ্রাম্যমান ফুল ব্যবসায়ীদের ভিড় জমে। বিছিন্ন ভাবে ফুলপ্রেমী মানুষ ও ব্যাবসায়ীদের কথা মাথায় রেখে এ অঞ্চলের ফুলচাষের জনক কৃষক শের আলী সরদার এবছর থেকে এ ফুল মেলার আয়োজন করেন। ফুল মেলা উপলক্ষে গত ২দিন এ অঞ্চলে মাইকিংসহ বিভিন্ন প্রকার ব্যানার ফেষ্টুন দিয়ে প্রচার করা হয়েছে। ফলে মেলার মূল আনুষ্ঠানিকতার আগেই গতকাল প্রায় ৩ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ফলে বিশ্ব ভালবাসা দিবস, পহেলা ফাল্গুন ও ২১ ফেব্রয়ারীসহ প্রায় ২০ কোটি টাকার ফুল বিক্রি হবে বলে অঞ্চলের ফুল চাষেরজনক কৃষক শের আলী সরদার ও বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম জানিয়েছেন।
সাবাস চেয়ারম্যান আবুল ইসলামের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here