ঝিকরগাছার বাঁকড়ায় রমরমা মদ-জুয়ার আসর

0
3014

নিজস্ব প্রতিবেদক : পুলিশ ফাঁড়ির নাকের ডগায় ঝিকরগাছার বাঁকড়ায় চলছে কোটি টাকার জুয়ার ও মদের আসর। প্রশাসন কে ম্যানেজ করে মাসিক মাসোহারায় এ আসর চলছে বলে অভিযোগ উঠেছে। বাঁকড়া বাজার থেকে অদুরে দরগাডাঙ্গা মোড়ের পশ্চিম পার্শ্বে বিলের মধ্যে মাছের ঘেরে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলছে প্রকাশ্য মদ ও জুয়ার আসর। বাঁকড়া বাজার এলাকার জাহান আলী ও সুরমান পার্টনারে এ জুয়ার বোর্ড পরিচালনা করে আসছে । এদের সহকারী হিসেবে কাজ করছে আলীম নামে এক ব্যক্তি। এছাড়া এ জুয়ার বোর্ডে দেশী বিদেশী মদ বিক্রি করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে বাঁকড়া এলাকার চিহ্ণিত মাদক ব্যবসায়ী গোপাল। জানাগেছে, এ জুয়ার বোর্ডে তিন কার্ড, নাইন কার্ড,কারচু ও হাজারী খেলতে প্রতিদিন দুর দুরান্ত থেকে আসছে কোটিপতি জুয়াড়ী ও অপরাধ জগতের দাগী আসামীরাও। কলারোয়ার সাবেক চেয়ারম্যান রবিউল মেম্বর, নাভারনের রফিকুল মেম্বর, সাতক্ষীরার জালালউদ্দিন, দমদম এলাকার আজাহার, মনিরামপুরের গাংগুলিয়া এলাকার মিন্টু, রাজগঞ্জ এলাকার সালাম, ,ঝিকরগাছার নোয়ালী এলাকার সাইদুর, মনিরামপুরের শাহপুর গ্রামের বজলুসহ নামকরা জুয়াড়ীরা এ জুয়ার বোর্ডের এখন সোনার রাজহাঁস। জাহান আলী ও সুরমান স্থানীয় প্রশাসন ও ক্ষমতাসীন নেতাদের দৈনিক ও মাসিক উৎকোচের মাধ্যমে নির্বিঘেœ চালাচ্ছে এ জুয়ার বোর্ড। এ জুয়াকে কেন্দ্র করে এলাকায় গড়ে উঠেছে সুদে সিন্ডিকেট। প্রতিদিন বাড়ছে এলাকায় চুরি,ডাকাতি ও ছিনতাই রাহাজানির মতো সামাজিক অপরাধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here