ঝিকরগাছায় কপোতাক্ষ নদে বাধ দিয়ে মাছ ধরায় ভ্রাম্যমাণ আদালতে দু’জনের জরিমানা

0
357

ভ্রাম্যমাণ প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় কপোতাক্ষ নদে বাধ দিয়ে পানি নিষ্কাশন করে মাছ ধরায় ভ্রাম্যমাণ আদালত দুই জনের কাছ থেকে জরিমানা আদায় করেছে। অপর একজন নাবালক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে এই জরিমানা আদায় করেন। জানা গেছে, ঝিকরগাছা রেলব্রিজ সংলগ্ন কপোতাক্ষ নদে বাধ দিয়ে পানি নিষ্কাশন করে মাছ ধরছিলেন উপজেলার পুরন্দরপুর গ্রামের জবেদ আলীর ছেলে মুজিবর রহমান (৫৫), একই গ্রামের মৃত গফফার গাজীর ছেলে রুবেল হোসেন (২২) ও এনামুল হকের ছেলে শাকিব হোসেন (১৬)। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত এক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে । পরে মুজিবর রহমান ও রুবেল হোসেনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। এবং শাকিব হোসেন নাবালক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এসময় স্যালো মেশিন ও পাইপ জব্দ করা হয়। অভিযান কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল বারীসহ সংশ্লিষ্ঠ কর্মকর্তা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here