ঝিকরগাছায় দন্তচিকিৎসার নামে ভূয়া চিকিৎসকের প্রতারনা

0
617

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ॥ ঝিকরগাছায় দন্তচিকিৎসার নামে ভূয়া চিকিৎসকের প্রতারনার খবর ফাঁস হয়ে পড়েছে। প্রতারনার শিকার একজন স্কুল শিক্ষিকা এই অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ চিকিৎসক নামধারী জসিম ডেন্টাল কেয়ারের কর্মচারী আক্তারুজ্জামান নিজেই ডাক্তার সেজে দন্তরোগীদের চিকিৎসার নামে প্রতারনা করে যাচ্ছেন। কথিত এই ডাক্তার (!) আক্তারুজ্জামান ঝিকরগাছা বাজারের অফেল উদ্দিন মার্কেটের জসিম ডেন্টাল কেয়ারের কর্মচারী। জসিম ডেন্টাল কেয়ারের মালিক মোঃ জসিম উদ্দিন ঢাকা ডেন্টাল কলেজে অধ্যায়নরত। তিনি সপ্তাহের প্রতি মঙ্গলবার নিজ চেম্বারে রোগী দেখেন। তার ভিজিটিং কার্ডে দন্ত প্রযুক্তিবিদ ও ডেন্টাল টেকনোলজি উল্লেখ করা হয়েছে। একই চেম্বারে রোগী দেখেন অপর ডেন্টিস্ ডাক্তার নাজমুল সাদাত। তার ভিজিটিং কার্ডে বিডিএস (ডিইউ) পিজিটি (ডেন্টিস্ট্রি) শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ ঢাকা, ওরাল এন্ড ডেন্টাল সার্জন উল্লেখ করা হয়েছে। গত ১৯ ফেব্রয়ারী কথিত ডাক্তার আক্তারুজ্জামান একজন স্কুল শিক্ষিকার দন্ত চিকিৎসার প্রেসক্রিপশন করে হাতিয়ে নিয়েছে আড়াই হাজার টাকা। রোগ উপশম না হওয়ায় ওই রোগী শিক্ষিকা গুলশানারা রাতে প্রেসক্রিপশন প্যাডে থাকা মোবাইল নাম্বারে ফোন করলে অপর প্রান্ত থেকে জানানো হয় নাম্বারটি যশোর শহরের মাইকপট্টির ওরাল এন্ড ডেন্টাল কেয়ারের। এতেই সন্দেহ হয় ওই রোগীর। গতকাল বুধবার সন্ধ্যায় প্রতারনার শিকার শিক্ষিকা গুলশানারা স্থানীয় প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে তাঁর চিকিৎসা প্রতারনার বিষয়টি তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, চিকিৎসক নামধারী আক্তারুজ্জামান জসীম ডেন্টাল কেয়ারের ডাক্তার না কর্মচারী তা তিনি জানতেন না। পরে জানেন আক্তারুজ্জামান কর্মচারী হয়েও ডাঃ আদনান আল সাকির শাওন এর প্যাডে ব্যবস্থাপত্র লিখে তার সাথে প্রতারনা করেছেন। এব্যপারে জসীম ডেন্টাল কেয়ারের কম্পাউন্ডার আক্তারুজ্জামান ০১৭২৮-১১৯৭২২ মোবাইলে জানতে চাইলে চিকিৎসাসেবা প্রদানের বিষয়টি স্বীকার করে বলেন, সংশ্লিষ্ট চিকিৎসকরা কেউ উপস্থিত না থাকায় আমি নিয়মিত রোগী দেখি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here