ঝিকরগাছায় দিনদুপুরে বিরোধিয় সম্পত্তি থেকে গাছকর্তন

0
1250

নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা : আদালতের নির্দেশ অমান্য করে যশোরের ঝিকরগাছায় বিরোধিয় সম্পত্তি থেকে জোরপূর্বক গাছকর্তনের ঘটনা ঘটেছে। জানতে পেরে ঝিকরগাছা থানা পুলিশ কর্তনকৃত ১০/১২ টি মেহগনি ও লম্বুগাছ জব্দ করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার পদ্মপুকুর গ্রামে। আদালতে মামলা চলমান থাকায় ওই সম্পত্তির উপর ১৪৪ ধারা বলবৎ রয়েছে। অভিযোগে জানাগেছে, উপজেলার পদ্মপুকুর গ্রামের ফজলুর রহমান ১৯/০২/১৯৫৮ সালে ১১৩৬ নং কোবলা দলিল মূলে একই গ্রামের আদরনী দাসীর নিকট থেকে ১ একর ২৫ শতক জমি ক্রয় করে। ফজলুর রহমানের মৃত্যূর পর থেকে তার ছেলেরা দীর্ঘদিন ধরে উল্লেখিত সম্পত্তিরে বিভিন্ন ধরনের চাষাবাদ করে আসছিল। বর্তমানে ওই জমির উপর মেহগনি ও লম্বুগাছ রয়েছে। কিন্তু জমি বিক্রেতা আদরানী দাসীর (পৌহিত্র) পোতাছেলে কুমার চন্দ্র দাস, অমর চন্দ্র দাস, প্রভাত চন্দ্র দাসগং জমির মালিকানা দাবি করলে। লুৎফর রহমানের ছেলে শহিদুর রহমান বাদি হয়ে ১১৪০/১৬, তাং ২১/১১/২০১৬ ইং আদালতে মামলা করে। বর্তমানে মামলাটি বিচারাধীন এবং উক্ত সম্পত্তির উপর ১৪৪ ধারা বলবৎ রয়েছে। এদিকে ওয়ারেশসুত্রে সম্পত্তির দাবিদার কুমার চন্দ্র দাসগং গতকাল শুক্রবার হটাৎ করেই আদালতের নির্দেশ অমান্য করে ওই সম্পত্তির উপর থাকা মেহগনি ও লম্বু গাছ কর্তন করতে থাকে। এসময় মামলার বাদিপক্ষ থানা পুলিশকে অবহিত করলে কর্তনকৃত গাছগুলি জব্দ করে। এ ব্যাপারে লুৎফর রহমানের পুত্রবধূ রুমি বেগম জানান জোরপূর্বক কুমার চন্দ্র দাসগং ১০/১২ জনের একদল সন্ত্রাসী শুক্রবার সকালে জোরপূর্বক গাছ কর্তনসহ সম্পত্তি দখলের পায়তারা করেছে। থানা পুলিশকে অবহিত করলে কর্তনকৃত গাছ নিতে পারেনি কুমারগংরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here