ঝিকরগাছায় ব্র্যাকের উদ্যোগে শান্তি এবং সম্প্রীতিতে আলোচনা ও সাংস্কৃতি অনুষ্ঠান

0
379

ভ্রাম্যমাণ প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় বেসরকারি সংগঠন ব্র্যাকের উদ্যোগে সকল ইউনিয়ন ও পৌর এলাকায় শান্তি এবং সম্প্রীতিতে আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠান অব্যাহত রয়েছে। ইতমধ্যে ৬ টি ইউনিয়নে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির শান্তি ও সম্প্রীতিতে নারী প্রকল্পের সহযোগিতায় এসব অনুষ্ঠিত হচ্ছে। এসবের মধ্যে রয়েছে আলোচনা সভার পাশাপাশি জঙ্গীবাদ ও বাল্য বিয়ের রোধ, সামাজিক সম্প্রীতি বন্ধনে গণনাটক ও সাংস্কৃতি অনুষ্ঠান। গত ২৬ অক্টোবর পৌর এলাকার নাজমুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাল্যবিয়ে রোধে গণ নাটক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সাবিরা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাহিদ আক্তার। একই দিন নির্বাসখোল ইউনিয়নে সাদিপুর গ্রামে আলোচনাসভা ও সাংস্কৃতি অনুষ্ঠান হয়। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান নজরুল ইসলাম। গত ৩০ অক্টোবর মাগুরা ইউনিয়নে আঙ্গারপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দীন। গত ২৯ অক্টোবর গদখালী উইনিয়নের বামনয়ালী- চাঁপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাকের আঞ্চলিক ব্যাবস্থাপক ফারুকুল ইসলাম, ডিএমসিইপি জেসমিন আরা নিপা ও এফওসিইপি কাকলী আক্তার। গত ২৫ অক্টোবর বাঁকড়া ইউনিয়নের দক্ষিণ দিকদানা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ও গত ১৯ অক্টোবর শংকরপুর ইউনিয়নের উলাকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান নিছার উদ্দীন। উপস্থিত ছিলেন পরিষদের মেম্বরগণ, কমিটির সদস্যবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিটি অনুষ্ঠান উৎসবমূখর ও প্রানোউজ্জ্বল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here