ঝিকরগাছা ইউনিয়ন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন নাভারন ইউনিয়ন একাদশ

0
451

ঝিকরগাছা উপজেলা প্রশাসন কাপ ফুটবল টুর্ণামেন্টের২০১৭

কামারুজ্জামান কামাল ,ঝিকরগাছা : ঝিকরগাছা ‘উপজেলা প্রশাসন কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনালে তুমুল উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ১-০ গোলে ঝিকরগাছা সদর ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নাভারন ইউনিয়ন একাদশ। স্বরণকালের সর্ববৃহৎ ফুটবলের এই আয়োজনে স্বাগতিক বিএম হাইস্কুল মাঠ উৎসুক হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শক উচ্ছাস আনন্দের মধ্যেদিয়ে উপভোগ করেন এই খেলা। উৎসুক দশনাথিরা মাঠ ছাপিয়ে যশোর-বেনাপোল মহাসড়ক, আশপাশের ভবন রাস্তা, বিল্ডিং এর ছাদ, স্কুলের ছাদ-বারান্দায় ও গাছে চড়ে খেলা উপভোগ করেন। গতকাল বিকাল ৪টায় খেলা শুরু হয়। প্রথমার্ধের খেলয়া গোলশূণ্য ড্র থাকলেও দ্বিতীয়ার্ধের ২১ মিনিটের মাথায় নাভারন ইউনিয়ন একাদশের ১০নং জার্সিপরিহিত শক্তিমান চৌকস খেলোয়াড় আশরাফুল চমৎকার ১ টি গোল করে । মরণপন ময়দানী লড়াই করলেও ঝিকরগাছা ইউনিয়ন একাদশ দলের সমতা ফেরাতে ব্যর্থ হয়। এর পর দূ’দলই তীব্র আক্রমন পাল্টা আক্রমনের উত্তেজনাকর ও শ্বাসরুদ্ধকর খেলা চললেও আর কোন গোল না হওয়ায় ১-০ গোলেই শেষবাঁশির লম্বাহুইসেল ছাড়ে রেফরী মিন্টু। ফলে টানা ২১ দিনের নকআউট পদ্ধতির ধারাবাহিক জয়পরাজয়ের খেলার কাক্ষিত চ্যাম্পিয়ান ট্রাফি ঘরে তোলে শক্তিমান লড়াকু নাভারন ইউনিয়ন একাদশ। খেলায় ম্যান অব দা ম্যাচ ও ম্যান অব দা টুর্ণামেন্ট নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের ১০নং খেলোয়ার আশরাফুল ইসলাম। সর্বচ্চ গোল দাতা বাঁকড়া ইউনিয়ন একাদশের টিটু। সেরা দর্শক নির্বাচিত হয়েছেন ইসাহক আলী। খেলাশেষে চ্যাম্পিয়ন নাভারন ইউনিয়ন একাদশ ও রানার্সআপ ঝিকরগাছা ইউনিয়ন একাদশের সর্বাধিনায়ক ইউপি চেয়ারম্যান শাহাজাহান আলী ও আমির হোসেনসহ অধিনায়কদ্বয়ের হাতে পৃথক ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর-২ আসনের এমপি অ্যাড. মনিরুল ইসলাম মনির। টুর্ণামেন্টের মূল উদ্বোক্তা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, জেলা ফুটবল এস্যোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান মিঠু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, উপজেলা ক্রীড়া পরিষদের সাধারন সম্পাদক মুছা মাহমুদ, সাবেক খেলোয়ার ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন কলিম, জেলা পরিষদ সদস্য ইকবাল আহম্মেদ রবি, সদর ইউপি চেয়ারম্যান আমির হোসেন, নাভারন ইউপি চেয়ারম্যান শাহাজাহান আলী, বিশিষ্ট ক্রীড়ানুরাগী ওবাইদুর রহমান ওবা, মহিউদ্দিন বিল্লা রুনু, হুমায়ুন কবীর, মোস্তাফিজুর রহমান কামাল, সাজ্জাদুল আলম, স্পোটর্স ক্লাবের সম্পাদক আবুল কালাম আজাদ, মুনিরুর আলম মিশর, আনোয়ারুল ইসলাম, শাহানুর কবীল হ্যাপী প্রমূখ। চ্যাম্পিয়ান ও রার্নাস আপ ট্রপিসহ অনুষ্ঠানের প্রধান অতিথি টুর্ণামেন্টের আয়োজক, ব্যবস্থাপনা কমিটিসহ প্রাক্তন ফুটবলাদের হাতে পুরস্কার তুলে দেন এবং সমাপনী বক্তব্যে সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন এধরণের জাঁকজমকপূর্ণ খেলাধুলা আগামীতেও অনুষ্ঠিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। টুণামেন্টের প্রধান উদ্যোক্তা ও আয়োজক উপজেলা নির্বাহী অফিসার বলেন,‘ এই টুর্ণামেন্টের মাধ্যমে ফুটবলের জয় হয়েছে; মাদকের পরাজয় হয়েছে’। তিনি ট’নামেন্টে সফল হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here