ঝিনাইদহের আওয়ামী লীগের সংসদ সদস্য আনারের বিরুদ্ধে যশোরে সংবাদ সম্মেলন

0
490

বিশেষ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জের আওয়ামীলীগের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক নারী শিক্ষক। শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংসদ সদস্য আনারকে মাদক ব্যবসায়ী বলে অভিযোগ করেছেন। একই সাথে শিক্ষকের ছেলে অমিত সিকদার বিশুকে পূর্ব পরিকল্পিত ভাবে মাদক ব্যবসায়ি সাজিয়ে পুলিশ দিয়ে আটক করেছেন।
কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মৃত নন্দ কুমার সিকদারের স্ত্রী স্কুল শিক্ষক ইতি সিকদার সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন, তার ছেলে অমিত সিকদার বিশু স্কুল জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়ে। নবম শ্রেণিতে পড়ার সময় সে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। সেই থেকে সে আওয়ামীলীগের নেতা আনোয়ারুল আজীম আনারের সাথে জড়িয়ে পড়ে। বিশুকে দিয়ে সে অনেক ভাল এবং মন্দ কাজ করিয়ে নিয়েছেন। সম্প্রতি দলের পদ নিয়ে তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। এমপির ভাগ্নে আশরাফ হোসেনসহ অন্যান্যরা বিশুর বিরুদ্ধে অপপ্রচার শুরু করে। এ নিয়ে বিশুকে মারপিট করে। বিষয়টি স্থানীয় পুলিশসহ পুলিশের ডিআইজিকে পর্যন্ত জানানো হয়।এর মধ্যে গত ৬ জুন সকাল সাড়ে ৭টার দিকে বিশুকে যশোরের পুলিশ বাড়ি থেকে আটক করে। পরে তাকে ইয়াবা দিয়ে পুলিশ চালান দেয়।এরপর মিথ্যা ও ভিত্তি অভিযোগ তুলে এমপি আনারের নির্দেশে কিছু মহিলা তাদের বাড়িতে হামলা চালিয়েছে। এমপি আনার, তার ভাগ্নে আশরাফ, তাদের সহযোগী পিএস রউফ, শিবলী নোমানী, সুব্রত নন্দী মাদক ব্যবসা করে। তার ছেলে বিশু নির্দোষ। তাকে পরিকল্পিত ভাবে ফাঁসিয়েছে এমপি আনার। প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here