ঝিনাইদহের নবগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী ডোঙা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

0
510

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ : ঝিনাইদহের নবগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী ডোঙ্গাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ধোপাঘাটা-গোবিন্দপুর মৎস্যজীবি সমবায় সমিতি শুক্রবার সকালে এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতা দেখতে নদী পাড়ে নানা বয়সের মানুষ জড়ো হয়। গোবিন্দপুর এলাকা থেকে বাইচ শুরু হয়ে ২ কিলোমিটার দুর ধোপাঘাটা এলাকায় শেষ হয়। এতে অংশ নেয় সদর উপজেলার বিভিন্ন এলাকার ২২ টি ডোঙ্গা। প্রতিযোগিতা দেখতে আসা রুবেল হোসেন বলেন, নবগঙ্গা নদী মৃত প্রায়। এখানে নৌকা বাইচ প্রতিযোগিতা করা সম্ভব নয়। তাই এলাকার মানুষ ডোঙা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেছে। আয়োজক ধোপাঘাটা-গোবিন্দপুর মৎস্যজীবি সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর বলেন, আবহমান গ্রাম বাংলার কৃষ্টি, সংস্কৃতি ও নিজস্বতা ধরে রাখতে আর স্বল্প আয়ের মৎস্যজীবিদের একটু আনন্দ দিতে এই আয়োজন। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ প্রতিযোগিতায় সবাইকে হারিয়ে প্রথম হয় মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি আব্দুর সাত্তার। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে দেওয়া হয়।