ঝিনাইদহের পোড়াহাটি ইউনিয়নে ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০১৭ অনুষ্ঠিত

0
432

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার ৯নং পোড়াহাটি ইউনিয়নের ৬নং ও ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০জুন রোজ মঙ্গলবার সকালে বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আড়–য়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আলাউদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে এবং ৭নং ওয়ার্ডে মোঃ ছবেদ আলী খাঁনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের দ্বায়িত্বপ্রাপ্তনেতা ৬নং ও ৭নং ওয়ার্ডের সম্মেলনের প্রধান সমন্নয়ক ও ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন খুলনা মহানগর শাখার সাবেক ছাত্রনেতা ও জেলা স্বেচ্ছাসেবকলীগনেতা শামীমুল ইসলাম শামীম। সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,৬নং ওয়ার্ডের বিজয়পুর গ্রামের আবু তালেব বিশ্বাস,আবু কালাম,রব্বান খাঁন,ইব্রা মোল্লা, স্বপন ঘোষ,ইসরাইল হোসেন, মোঃ কবিরুল ইসলাম,মোঃটোকন শেখ,মোঃ আব্দুল কাদের ও মোন্তাজ শেখ। এছাড়াও ৭নং ওয়ার্ডে উপস্থিত ছিলেন,মোঃ রবিউল ইসলাম দাদা,মোঃমুন্ছুর আলী, মোঃ দানা বিশ্বাস, লতাফোত হোসেন, খিলাফত হোসেন, শরিফুল ইসলাম ও সরোয়ার হোসেন নান্টু প্রমূখ।

প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামীলীগের দ্বায়িত্বপ্রাপ্তনেতা আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে শুরু হয় ।প্রথম অধিবেশনে ওয়ার্ড আওয়ামীলীগের পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষনা করেন, ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ। ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সকল সদস্যদের উপস্থিতিতে হাত উচিয়ে সমর্থন করেন এবং বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়পুর গ্রামের লুৎফর রহমান মোল্লা আগামী তিন বছরের জন্য ৬ং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন এবং সাধারন সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দিতায় মোঃ বিল্লাল হোসেন মোল্লা নির্বাচিত হন এবং ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সকল সদস্যদের উপস্থিতিতে হাত উচিয়ে সমর্থন প্রদান করেন এবং বিনা প্রতিদ্বন্দিতায় ঘোড়ামারা গ্রামের আব্দুল আজম মন্ডল ইউপি মেম্বর আগামী তিন বছরের জন্য ৭ং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন।এবং সাধারন সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দিতায় আড়–য়াকান্দি গ্রামের মোঃ কবির হোসেন মুন্সি নির্বাচিত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here