ঝিনাইদহের লেবুতলার জঙ্গি আস্তানায় অভিযান শুরু

0
500

নিজেস্ব প্রতিবেদক : ঝিনাইদহ সদর উপজেলার কুমড়োবাড়ীয়া ইউনিয়নের লেবুতলা গ্রামের জঙ্গি আস্তানা শরাফত মন্ডলের বাড়িতে  পুলিশের অভিযান ‘সাবটেইল স্পিলিট’ শুরু হয়েছে।

আজ সকাল ১০টা ২০ মিনিটের সময় এ অভিযান শুরু হয়। অভিযানে খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমেদ, এডিশনাল ডিআইজি হাবিবুর রহমান, ঝিনাইদহ পুলিশ সুপারা মিজানুর রহমান এ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। অভিযানে কাউন্টার টেরোরিজম ইউনিট, বম্ব ডিসপোজাল ইউনিট ও জেলা পুলিশ অংশ নিয়েছে। এছাড়া কাউন্টার টেরোরিজম ইউনিটের এডিসি মান্নান, এডিসি সাইফুল ও বম্ব ডিসপোজাল ইউনিটের প্রধান আবুল বাশার উপস্থিত আছেন।উল্লেখ্য, এ বাড়ী থেকে গতকাল রবিবার ৮টি বোমা, একটি নাইন এমএম পিস্তল উদ্ধারসহ শামীম হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শামীম হোসেন বাড়ীর মালিক মৃত শরাফত হোসেনের ছেলে।

খুলনা রেঞ্জ ডিআইজি দিদার আহমেদ গতরাত ৯টার দিকে জানান, রাতে মহেশপুরের বজরাপুরের হটাৎপাড়ায় অপারেশন সাবটাইল স্পিল্ট শেষ করা হয়েছে। সোমবার সকালে সদর উপজেলার লেবুতলা গ্রামের জঙ্গি আস্তানায় আবারো অভিযান শুরু হবে। তারই অংশ হিসাবে অভিযান চালানো হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here