ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ ৩ জন নিহত

0
273

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ তিনজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো চারজন। জেলার কালীগঞ্জে পিকআপের ধাক্কায় চতুর্থ শ্রেণির ছাত্র রনি আহমেদ ও মহেশপুরে কারেন্টের খাম্বাবাহি লরির চাপায় কামাল হোসেন (৩৪) ও খলিলুর রহমান নামের দুই শ্রমিক নিহত হয়। বুধবার সকাল ১০ টার দিকে কালীগঞ্জ উপজেলার কোটচাঁদপুর সড়কের শাহপুর নমাকস্থানে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামি পিকআপ স্কুল ছাত্র রনিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। রণি শাহাপুর স্কুল মাঠে অনুষ্ঠিত আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে খেলতে এসেছিল। নিহত রনি কালীগঞ্জ উপজেলার দাদপুর গ্রামের ধলাপাড়ার বাহাজ্জেল হোসেনের ছেলে ও দাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। একই দিন বেলা ১১টার দিকে কালীগঞ্জ-চুয়াডাঙ্গা সড়কের মহেশপুর উপজেলার বজ্রাপুর নামক স্থানে যাত্রীবাহি ইঞ্জিনচালিত আলমসাধুর সাথে বিদ্যুতের পোলবাহী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কামাল হোসেন (৩৪) নামে ওই শ্রমিক ঘটনাস্থলে ও হাসপাতালে নেয়ার পথে খলিলুর রহমান নামে দুই শ্রমিক নিহত হন। চারজনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত কামাল হোসেন মহেশপুর উপজেলার আজমপুর গ্রামের আদম আলীর ছেলে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস খবরের সত্যা স্বীকার করেছেন।