ঝিনাইদহে বাড়তি দামে ফ্যান বিক্রি করায় দুই প্রতিষ্ঠানে জরিমানা

0
141

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- : ঝিনাইদহে বাড়তি দামে চার্জার ফ্যান বিক্রি করায় ২ ব্যবসায় প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় তারা। ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর জেলা অফিসের সহকারী পরিচালক জিয়াউল হক জানান, বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে চার্জার ফ্যানের চাহিদা বেড়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে জেলার বিভিন্ন এলাকার অসাধু ব্যবসায়ীরা ফ্যানের বাড়তি দাম নিচ্ছে। এসময় ঝিনাইদহ শহরের গীতাঞ্জলী সড়কের লাইট হাউজ ও অদ্বিতীয়া ইলেক্ট্রনিক্সে বাড়তি দামে ফ্যান বিক্রি করার অপরাধে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বিভিন্ন এলাকার ব্যবসায় প্রতিষ্ঠানে মনিটরিং করা হয়।