ঝিনাইদহে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে মানববন্ধন র‌্যালী ও আলোচনা সভা

0
585

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: “তামাক-উন্নয়নের অন্তরায়” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন,র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাষ্ট (ডাব্লিউবিবিট্রাষ্ট)শেল্টার সমাজ কল্যান সংস্থা ও তামাক বিরোধী জোট এর যৌথ আয়োজনে বুধবার সকাল  ৮টায় জেলা শহরের পোষ্ট অফিস মোড়ে টেকসই তামান নিয়ন্ত্রেনে প্রয়োজন সকর  প্রকার তামাকজাত দ্রব্যের উপর কর বৃদ্ধির দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করে।

এসময় সংক্ষিপ্ত আলোচনা রাখেন শেল্টার সমাজ কল্যান সংস্থার নির্বাহী পরিচালক রোমেনা বেগম,সাংবাদিক সাজ্জাদ আহমেদ, হিসাবরক্ষক ছাবেয়ারা বেগম ঝর্ণা,স্বাস্থ্য সেবিকা আরতী গুহ,সিও খুকু মনি মজুমদার,অফিস সহকারী ছকিনা খাতুনসহ চিকিৎসক, নার্স,এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে র‌্যালীতে অংশ নেন।

বুধবার  সকাল ৯টায় জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে শেল্টার সমাজ কল্যান সংস্থা,এইড ফাউন্ডেশন সহ বিভিন্ন এনজিও’র সহযোগিতায় সদর হাসপাতাল চত্বর থেকে একটি র‌্যালী বের হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক সেবিকা,এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।র‌্যালীটি হামদহস্থ মনুমেন্ট প্রদক্ষীন করে সিভিণ সার্জন এর কনফারেন্স রুমে আলোচনা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডাক্তার রাশেদা সুলতানার সভাপতিত্বে  অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেডিসিন কনঃ ডাক্তার মোকাররম হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ মোঃ একরামুল হক , উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ স্বপন কুমার কুন্ডু,শেল্টার সমাজ কল্যান সংস্থার  নির্বাহী পরিচালক রোমেনা বেগম, এইড ফাউন্ডেশনের প্রতিনিধি দোয়া বক্স অনুষ্ঠান পরিচালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ। বক্তারা, দেশকে তামাকমুক্ত করতে গন মানুষের মধ্যে সচতেনতা সৃষ্টির আহ্বান জানান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here