ঝিনাইদহে ৫ মাসে ২২ লাশ !

0
349

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ : ঝিনাইদহ জেলায় গত ৫ মাসে ২২ জনের লাশ উদ্ধার হয়েছে। এর মধ্যে ১৯ জন খুন হয়েছেন। মৃত্যুর সঠিক কারণ নির্নয়ে তিন জনের লাশ ময়না তদন্ত শেষে রিপোর্টের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। জঙ্গী বিরোধী অভিযান ও বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন ৪ জন। পুলিশের রেকর্ড থেকে এ সব তথ্য জানা গেছে। বিভিন্ন থানা ও পত্রপত্রিকায় প্রকাশিত রিপোর্ট থেকে জানা গেছে, ২০১৭ সালে জানুয়ারী থেকে ৩১ মে পর্যন্ত ঝিনাইদহ সদর উপজেলায় ৭ জন, শৈলকুপায় ৫ জন, কালীগঞ্জে ৩ জন, হরিণাকুন্ডুতে ১ জন, মহেশপুরে ৩ জন ও কোটচাঁদপুরে ৩ জনের লাশ উদ্ধার করা হয়।

এ সব হত্যাকান্ড ও লাশ উদ্ধারের বিষয়ে ঝিনাইদহ পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, সারা জেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি খুবই ভাল। তবে যে সব হত্যাকান্ড ঘটছে তা সবই সামাজিক বিরোধ ও পুর্ব শত্রুতার কারণে। তিনি দাবী করেন, সব হত্যার আসামী গ্রেফতার ও আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি রয়েছে। তিনি আরো বলেন জেলা থেকে মাদক, জঙ্গী ও পেশাদার অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত পুলিশ অভিযানের কারণে অপরাধ নিয়ন্ত্রনে রাখা সম্ভব হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here