টাইগারদের জয় নিয়ে যা বলল পাকিস্তানের ‘ডন’ পত্রিকা

0
258

স্পোর্টস ডেস্ক : সোমবার বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটের দুর্দান্ত জয় পায় বাংলাদেশ। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অনবদ্য ১২৪ রান ও লিটন দাসের ৯৪ রানের ঝড়ো ইনিংসে ৫১ বল হাতে থাকতেই জয় নিশ্চিত করে বাংলাদেশ।

টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ব্যাট করার আমন্ত্রণ জানানোর পর ৩২২ রানের পাহাড়সম লক্ষ্য দেয় তারা।

কঠিন এই ম্যাচটিকে সহজ করে জয় তুলে নেওয়ায় বিশ্ব মিডিয়ায় প্রশংসায় ভাসছে টাইগাররা। বিশ্বের বিভিন্ন গণমাধ্যম ভূয়সী প্রশংসা করছে বাংলাদেশ দলের।
পাকিস্তানের ‘ডন’ পত্রিকাও বাংলাদেশ দলের প্রশংসা করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

পত্রিকাটির ই-পেপারে শিরোনাম দেখা যায়, ‘সাকিব-লিটনের সুবাদে বাংলাদেশের দুর্দান্ত জয়’।

পত্রিকাটি প্রতিবেদনে লিখেছে, “সাকিব আল হাসানের অসাধারণ সেঞ্চুরিতে ভর করে বিশ্বকাপের ইতিহাসে পাহাড়সম লক্ষ্য তাড়া করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটর দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ।”

এতে বলা হয়, “ম্যাচে চতুর্থ উইকেট জুটিতে সাকিব-লিটনের অপরাজিত ১৮৯ রানের পার্টনারশিপ বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ, যা বিশাল লক্ষ্যকে টপকাতে সহায়তা করে।”

প্রতিবেদনে আরও বলা হয়, “সাকিব-লিটনের ছন্দময়ী এই জুটি দেখিয়ে দিল রান তাড়ায় বড় লক্ষ্য কোনো ব্যাপারই নয়।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here