টি-টেনের প্রথম হ্যাটট্রিক আফ্রিদির

0
430

ক্রীড়া ডেস্ক : টি-টেন ক্রিকেট লিগের যাত্রা শুরু হয়েছে বৃহস্পতিবার। প্রথমদিনেই ইতিহাস গড়েছেন পাকিস্তানের অলরাউন্ডার ব্যাটসম্যান শহীদ আফ্রিদি। টি-টেন ক্রিকেট যুগের প্রথম হ্যাটট্রিক করেছেন তিনি।

টি-টেনের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে মারাঠা এরাবিয়ান্সের বিপক্ষে নির্ধারিত ওভারে ১২১ রানের বড় সংগ্রহ গড়ে পাখতুনস। পরে বোলিংয়ে মারাঠাকে মাথা তুলে দাঁড়াতেই দেননি আফ্রিদি।

ম্যাচের চতুর্থ ওভারের প্রথম বলে ফেরান প্রোটিয়া ব্যাটসম্যান রুশোকে। পরের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন ডোয়াইন ব্রাভোকে। তৃতীয় বলে ভারতীয় সাবেক ওপেনার বীরেন্দ্রর শেবাগকে একইভাবে আউট করে টি-টেনের ইতিহাসে প্রথম হ্যাটট্রিক পান পাকিস্তানি অলরাউন্ডার।

তাতে নির্ধারিত লক্ষ্য থেকে ২৫ রান দূরে থাকতেই ৭ উইকেট হারিয়ে ৯৬ রানে আটকে যায় মারাঠার ইনিংস।

এর আগে, সংযুক্ত আরব আমিরাতের শারজায় টি-১০ ক্রিকেট লিগের প্রথম ম্যাচে বেঙ্গল টাইগার্সকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সাকিব আল হাসানের দল কেরালা কিংস।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here