টেকনাফে মাদকের আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা’, গুলিতে নিহত ২

0
545

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে মাদক মামলার এক আসামিকে গ্রেপ্তারে অভিযানের সময় কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার ভোর রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের খুরেরমুখ এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশের ভাষ্য।

পুলিশ বলছে, নিহত দুজনের নামই মোহাম্মদ সাদ্দাম, তারা দুজনই ‘চিহ্নিত মাদক চোরাকারবারি’।

এর মধ্যে টেকনাফের হ্নীলার সুলতান আহম্মেদের ছেলে মোহাম্মদ সাদ্দামের (৩০) বিরুদ্ধে টেকনাফ থানায় চারটি এবং সাবরাংয়ের তোফায়েল আহম্মদের ছেলে মোহাম্মদ সাদ্দামের (৩৫) বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি।

ঘটনার বিবরণে তিনি বলেন, পুলিশের একটি দল শুক্রবার ভোর রাতে সাবরাং ইউনিয়নের খুরেরমুখ এলাকায় অভিযান চালিয়ে তোফায়েলের ছেলে সাদ্দামকে গ্রেপ্তার করে।

“এ সময় আসামিকে ছিনিয়ে নিতে তার সহযোগী সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি শুরু করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।”
দুজনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

তিনি বলেন, ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পুলিশ ২০ হাজার ইয়াবা, তিনটি বন্দুক ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ অভিযানে চার পুলিশ সদস্যও আহত হয়েছেন।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here