টেস্টে শীর্ষস্থান হারালেন সাকিব

0
381

ক্রীড়া ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সিরিজে দুর্দান্ত পারফরমন্সের সুবাদে সাকিব আল হাসানকে সরিয়ে টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন ভারতের রবীন্দ্র জাদেজা।

সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে ব্যাট হাতে ৭০ রান এবং দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট পাওয়া জাদেজার হাতে উঠে ম্যাচ সেরার পুরস্কার।

আর এই পারফরম্যান্সের পর আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে সাকিবকে টপকে এক নম্বর অলরাউন্ডার হলেন জাদেজা। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডারের তালিকায় এই প্রথম এক নম্বর স্থান দখল করলেন এই বাঁহাতি স্পিনার।
গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টেও ছয় উইকেট পেয়েছিলেন জাদেজা। তবে ব্যাট হাতে সফল হননি। সব মিলিয়ে আইসিসি র‌্যাঙ্কিংয়ে তাঁর পয়েন্ট বেড়ে হয় ৪৩৮। সাকিবের পয়েন্ট ৪৩১। জাদেজা সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন এই তালিকায় ৪১৮ পয়েন্ট নিয়ে রয়েছেন তৃতীয় স্থানে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here