ট্রেন-বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

0
391

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে আজ শুক্রবার থেকে রেল ও দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

রেলওয়ের অগ্রিম টিকিট ২২ আগস্ট পর্যন্ত রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও চট্টগ্রাম রেলস্টেশনের নির্ধারিত স্থানে বিশেষ ব্যবস্থাপনায় প্রতিদিন সকাল ৮টা থেকে দেয়া হবে।

অপরদিকে বিভিন্ন পরিবহনের দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট প্রতিদিন সকাল ৬টা থেকে পরিবহনগুলোর নিজ-নিজ টিকিট কাউন্টারের নির্ধারিত স্থানগুলোতে পাওয়া যাবে।

এছাড়াও ঈদুল-আজহার ৫ দিন পূর্বে আগামী ২৮ আগস্ট থেকে ঈদের আগের দিন পর্যন্ত সকল আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক যাত্রাবিরতি বাতিল করা হয়েছে। এর পাশাপাশি আগামী ২৯ আগস্ট (মঙ্গলবার) থেকে ৭ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে।

আগামী ২৭ আগস্টের ট্রেনযাত্রীদের টিকিট শুক্রবার, ২৮ আগস্টের যাত্রীদের টিকিট ১৯ আগস্ট, ২৯ আগস্টের যাত্রীদের ২০ আগস্ট, ৩০ আগস্টের যাত্রীদের ২১ আগস্ট এবং ৩১ আগস্টের ট্রেনযাত্রীদের অগ্রিম টিকিট ২২ আগস্ট বিক্রি করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here