‘ডিএনসি কাপ-১৭’ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে যশোর সদরের মুখোমুখি কেশবপুর

0
622

ক্রীড়া প্রতিবেদক : যশোর জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অদিপ্তরের যৌথ আয়োজনে মাদক বিরোধী ‘ডিএনসি কাপ-১৭’ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বেনাপোলকে হারিয়ে ফাইনালে উঠেছে কেশবপুর। এর আগে গতকাল রোববার প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে সদর উপজেলার হামিদপুর আল-হেরা কলেজ। অার এ জয়ের ফলে ফাইনালে যশোর সদরের সাথে ফাইনালে মুখোমুখি হওয়ার যোগ্যতা অর্জন করে নিলো কেশবপুর উপজেলা।

সোমবার বিকেলে যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার নির্ধাইরত সময়ে ১-১ গোলে সমতায় থাকে দল দুটি। এর পর টাইব্রেকারে ৫টি করে কিকে কেশবপুর ও বেনাপোল ৩টি করে গোল করে। যার ফলে কো চলে যায় সাডেন ডেথে। সাডেন ডেথে ১-০ তে জয় পায় কেশবপুর।

ম্যাচ শেষে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন সিকদার ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, যুগ্ম সম্পাদক এবিএম আখতারুজ্জামান, সদস্য মাহামুদ হাসান বিপু যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুল কবিরসহ অন্যান্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here