“ডিজিটাল বাংলাদেশ গঠণে সবাইকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মনষ্ক হতে হবে ” —–রনজিৎ রায় এমপি

0
725

অনুপম দে, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : “ ডিজিটাল বাংলাদেশ গঠণে সকলকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মনষ্ক হতে হবে । মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে যশোরের বাঘারপাড়ায় ৩৮ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’র উদ্বোধন করা হয়েছে। বুধবার বাঘারপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে এর উদ্বোধন করেন য়শোর-৪ নির্বাচনী এলাকার সংসদ সদস্য রনজিৎ কুমার রায়। এ সময় সরকার দলীয় এ সংসদ সদস্য বলেন ‘সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিজ্ঞান চর্চায় সকলকে এগিয়ে আসতে হবে। প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গঠনের লক্ষ্যে সরকার কাজ করে চলেছে। এটির নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রীর তনয় সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তি বদলে দিয়েছে মানুষের সনাতনী ধ্যান ধারণা,বদলে দিয়েছে জীবন যাত্রার মান। বিশ্বমানবতার আগামি দিনগুলো হবে স্বপ্নের মতোই স্বর্ণালি । আজকের প্রজন্মই আগামী দিনের কর্ণধার”। তাই জ্ঞান-বিজ্ঞান চর্চায় শিক্ষার্থীদের আগ্রহী করে গড়ে তুলতে হবে।তাদেরকে দক্ষ করতে ইন্টারনেট সুবিধা কাজে লাগিয়ে বিজ্ঞান চর্চায় সুযোগ করে দিতে হবে। সকল উন্নয়ন কর্মকান্ডের মুল চালিকাশক্তি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি । । একই সাথে উদ্বোধন করা হয় ইন্টারনেট সপ্তাহেরও। তবে নজর রাখতে হবে এর যেন অপব্যবহার না হয়’। এদিন সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বওে অনুষ্ঠিত এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে উপজেলা চেয়ারম্যান মশিয়ুর রহমান ও পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসান আলী,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাফফারা তামনিন,পৌর কাউন্সিলর ও সাবেক ছাত্রলীগ সভাপতি জুলফিকার আলী (জুলাই) , ফয়সাল আহমেদ ও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ওয়াহিদুজ্জামান। বিজ্ঞানের বিকাশ ও আবিস্কারের অভিজ্ঞতা অর্জন বিষয় প্রদর্শনীর জন্য উপজেলা অভ্যন্তরে মোট ১২ টি স্টল বসানো হয়। এর মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮ টি, ৯ ইউনিয়নের ৩ টি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ টি। এসব স্টল ঘুরে দেখেন সংসদ সদস্য রনজিৎ কুমার রায়। বিজ্ঞান চর্চায় মনোযোগি করতে অংশ নেয়া শিক্ষার্থীদের পুরস্কার দেয়ার জন্য তাৎক্ষনিক ৫০ হাজার টাকা প্রদান করেন আওয়ামীলীগের এই সংসদ সদস্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here