ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও করণীয় বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

0
373

নিজস্ব প্রতিবেদক : এডিস মশা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও করণীয় বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন যশোর পৌরসভা মেয়র।

আজ দুপুর সাড়ে ১২টায় পৌরসভায় এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন দিলিপ কুমার রায়, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ , প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

সভায় মেয়র বলেন, পৌরসভার সরকারি বেসরকারি ৮২টি স্কুল ও মাদ্রাসায় মশক নিধন স্প্রে করা হয়েছে। যশোর জেনারেল হাসপাতালে ৪৮ জন শ্রমিক নিয়োগ করে হাসপাতালের ভেতরে ঝোপঝাড় পরিষ্কার করা হয়েছে। দুই দফা মশক নিধন স্প্রে করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে ৫ হাজার লিফলেট বিতরণ করা হয়েছে। পৌরসভার ২২১টি মসজিদের মশক নিধন বিষয়ে খতীবের মাধ্যমে জুম্মার নামাজে বিশেষ বয়ানের ব্যবস্থা করা হয়েছে। যশোর সিটি ক্যাবলে সচেতনমূলক গণবিজ্ঞপ্তি প্রচার অব্যাহত রয়েছে। স্থানীয় দৈনিক পত্রিকায় সপ্তাহব্যাপী সচেতনমূলক বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু সচেতনতা মূলক দুইটা করে উঠান বৈঠক করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here