ঢাকায় করোনা আক্রান্ত ব্যাক্তি গোপনে কালিগঞ্জে, দু’টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন

0
352

ইকবাল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি:মহামারী করোনার পজেটিভ রিপোর্ট নিয়ে গ্রামের বাড়িতে আত্নগোপনে থাকা মহিব্বুল ইসলাম (৩৮) নামের এক ব্যাংক কর্মকর্তার বাড়ীসহ ২ বাড়ী লকডাউন। এলাকায় করোনা আতঙ্কে সাধারণ মানুষ।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, উপজেলার নলতা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের বাহার আলী সরদারের পুত্র মহিব্বুল ইসলাম ঢাকার সাভারে সাউথ এশিয়া ব্যাংকে কর্মরত ছিলেন। গত ২ জুন মহিব্বুল ইসলামের করোনা উপসর্গ দেখা দিলে তিনি ঢাকার সলিমুল্ল্যাহ মেডিকেলের পিসিআর ল্যাবে করোনা টেস্টের জন্য নমুনা পাঠান। ৩ জুন তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। ঐ রাতেই তিনি তার স্ত্রী ও কন্যা সন্তানকে নিয়ে কালিগঞ্জের একটি অ্যাম্বুলেন্সে গোপনে বাড়িতে চলে আসেন। স্থানীয়দের দ্বারা জানতে পেরে নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান আক্রান্ত ব্যক্তির বাড়িতে গিয়ে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে তার পজিটিভ রিপোর্ট থাকার বিষয়টি নিশ্চিত হন। পরবর্তীতে সোমবার (৮ জুন) সকালে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম আজিজুর রহমানের নেতৃত্বে পুলিশ ও করোনা কুইক রেসপন্স টিমের সদস্যরা আক্রান্ত মহিব্বুল ইসলামের বাড়িসহ দু’টি বাড়ি লকডাউন করে দেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরও বলেন, করোনা আক্রান্ত মহিব্বুল ইসলাম ঢাকা থেকে এসে তথ্য গোপন করে বাড়িতে অবস্থান করে এলাকাবাসীকে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলেছেন। এজন্য তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।