তল্লাশি নিয়ে বিএনপির আন্দোলনের কিছু নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

0
374

ঢাকা প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশ তথ্যের ভিত্তিতেই তল্লাশি চালিয়েছে-বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘এ নিয়ে বিএনপিকে আন্দোলন করতে হবে এমন পরিস্থিতি তৈরি হয়নি।’

রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। শনিবার খালেদার গুলশান কার্যালয়ে পুলিশের এই তল্লাশির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়েছে বিএনপি। এর জবাবে মন্ত্রী এ কথা বলেন।

শনিবার সকাল সাড়ে সাতটা থেকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত গুলশান-২ এর ৮৬ নম্বর সড়কের ছয় নম্বর বাড়িতে খালেদার রাজনৈতিক কার্যালয় তল্লাশি চালায় পুলিশ। রাষ্ট্রবিরোধী নথিপত্র আছে-এমন তথ্যে ওয়ারেন্টের ভিত্তিতেই এই তল্লাশি চালানো হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। তবে শেষ পর্যন্ত কিছুই উদ্ধার হয়নি সেখানে।

এই তল্লাশির প্রতিবাদে আজ রবিবার দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি ও তার দুই সহযোগী সংগঠন যুবদল ও ছাত্রদল। বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিলের খবরও আসছে। এর মধ্যে দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবে এর দায় এড়াতে পারেন না। তাকে এর জবাব দিতে হবে।’

এই তল্লাশি আইন মেনে চালানো হয়নি বলেও দাবি করা হয় বিএনপির সংবাদ সম্মেলনে।

এর পর সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে যান সাংবাদিকরা। বিএনপির এই বক্তব্যের বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘রাষ্ট্রের নিরাপত্তার প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী যে কোন জায়গায় তল্লাশি চালাতে পারে। এটা তাদের রুটিন ওয়ার্ক। তারই অংশ হিসেবে খালেদা জিয়ার কার্যালয়ে অভিযান চালানো হয়েছে’। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়েছে পুলিশ।’

বিএনপি অভিযোগ করেছে তল্লাশির সময় চেয়ারপারসনের কার্যালয়ে ভাঙচুর করেছে পুলিশ। এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনী বিএনপির অফিস ভাঙচুর করেছে- তাদের এমন অভিযোগ ঠিক নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here