তাইজুল ম্যাজিকে চালকের আসনে বাংলাদেশ

0
381
Bangladeshi cricketer Mehidy Hasan (2R) celebrates with teamamtes after the dismissal of the Zimbabwe's cricketer Brian Chari during the third day of the first Test cricket match between Bangladesh and Zimbabwe in Sylhet on November 5, 2018. (Photo by MUNIR UZ ZAMAN / AFP)

স্পোর্টস ডেস্ক : ঢাকা টেস্টের প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে একাই বধ করেছেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। নিজে শিকার করেছেন ৫ উইকেট, এছাড়া দুর্দান্ত ক্যাচে ফিরিয়েছেন ভয়ঙ্কর টেইলরকে। ইনিংসের ১০৬তম ওভারে জিম্বাবুয়ের রেগিস চাকাভাকে মুমিনুল হকের হাতে ক্যাচে পরিনত করলে ৫ উইকেট পূরণ হয় তাইজুলের। এর আগে সিলেটে টানা দুই ইনিংসে পাঁচ বা ততোদিকে উইকেটের দেখা পেয়েছিলেন বাংলাদেশি এ স্পিনার। এই নিয়ে টানা তিন ইনিংসে ৫ উইকেট পেলেন তাইজুল ইসলাম।

জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫২২ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে এটাই তাদের সর্বোচ্চ। আগের সেরা ছিল ২০১৪ সালে চট্টগ্রামে করা ৫০৩। এছাড়া টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ সাকিব আল হাসানের ২১৭ রান টপকিয়ে মুশফিক নিজের ঝুলিতে পুরেছেন ২১৯ রান।

রান পাহাড়ে চাপা পড়ে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে দ্বিতীয় দিন শেষে এক উইকেট হারিয়ে তোলে ২৫ রান। তাইজুল ফিরিয়ে দেন ওপেনার হ্যামিলটন মাসাকাদজাকে। বিদায়ের আগে জিম্বাবুয়ের অধিনায়ক ৪৪ বলে করেন ১৪ রান। তৃতীয় দিনের প্রথম সেশনে তাইজুল ফিরিয়ে দেন ডোনাল্ড তিরিপানোকে। মিরাজের তালুবন্দি হওয়ার আগে তিনি করেন ৮ রান। দলীয় ৪০ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় জিম্বাবুয়ে। দলীয় ৯৬ রানের মাথায় জিম্বাবুয়ে তৃতীয় উইকেট হারায়। ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরি করা ব্রায়ান চারি ১২৮ বলে ৬টি চার আর দুটি ছক্কায় ৫৩ রানের ইনিংস সাজান। মিরাজের ঘূর্ণিতে মুমিনুলের তালুবন্দি হন তিনি, রিভিউ নিয়ে চারিকে সাজঘরে পাঠায় বাংলাদেশ।

দ্বিতীয় সেশনের শুরুতে আবার আঘাত হানেন তাইজুল। বোল্ড করেন শন উইলিয়ামস। ১২৯ রানের মাথায় সফরকারীরা চতুর্থ উইকেট হারায়। দলীয় স্কোরকার্ডে ২ রান যোগ হতেই জিম্বাবুয়ে শিবিরে ফের আঘাত হানে তাইজুল। তার চতুর্থ শিকারে রানের খাতা খোলার আগেই ফিরলেন সিকান্দার রাজা।

এরপর ১৩৯ রানের জুটি গড়েন পিটার মুর এবং ব্রেন্ডন টেইলর। পার্ট টাইম বোলার আরিফুল হককে আক্রমণে আনেন মাহমুদউল্লাহ। নিজের প্রথম ওভারের শেষ বলে পিটার মুরকে এলবির ফাঁদে ফেলেন আরিফুল। ১১৪ বলে ৮৩ রান করে বিদায় নেন মুর।

দলীয় ২৭০ রানের মাথায় জিম্বাবুয়ে ষষ্ঠ উইকেট হারায়। ২৯০ রানের মাথায় মিরাজ ফিরিয়ে দেন বাংলাদেশের গলার কাঁটা হয়ে ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি করা ব্রেন্ডন টেইলরকে। মিরাজের বলে দুর্দান্ত এক ক্যাচ নেন তাইজুল। বিদায়ের আগে ১০টি চারের সাহায্যে ১৯৪ বলে ১১০ রানের ইনিংস সাজান টেইলর। স্কোরবোর্ডে কোনো রান যোগ না হতেই একই ওভারে মিরাজ ফিরিয়ে দেন নতুন ব্যাটসম্যান ব্রেন্ডন মাভুতাকে। নিজের পঞ্চম উইকেট নিতে শেষ সময়ে তাইজুল ফিরিয়ে দেন ১০ রান করা রেগিস চাকাভাকে। তেন্দাই চাতারা চোটের কারণে ব্যাট হাতে নামতে না পারলে ৯ উইকেটে ৩০৪ রান তুলে জিম্বাবুয়ের ইনিংস শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here