তালার পাখিমারা বিলের টিআরএম প্রকল্প পরিদর্শন

0
125

তালা প্রতিনিধি : মঙ্গলবার (২৬ জুলাই) সকালে তালা উপজেলার পাখিমারা বিলের টিআরএম প্রকল্প পরিদর্শন করেন প্রকল্পের সদস্যরা। উত্তরণ কর্তৃক বাস্তবায়িত এডভ্যান্সিং সাস্টেইনেবল ইন্ডিজেনাস এগ্রো-ইকোলজিক্যাল লাইভলিহুড (এশিয়া-লাইভলিহুড) প্রকল্পের সদস্যদের নিয়ে উক্ত পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উত্তরণের এসআরএম প্রকল্পের প্রোগ্রাম অফিসার দিলীপ কুমার সানা, এশিয়া লাইভলিহুড প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ শহীদুল ইসলাম, ফিল্ড অফিসার ইমরুল কবিরসহ প্রকল্পের ইসলামকাটি ও তেঁতুলিয়া ইউনিয়নের সদস্যবৃন্দ। এ সময় প্রকল্পের সদস্যদের কাছে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) চালু রাখার গুরুত্ব ও আধুনিক পদ্ধতিতে জৈব উপায়ে উচ্চ মূল্যের ফল ও সবজি চাষের উপকারিতার উপর আলোচনা করা হয়। এ সময় টিআরএম কার্যক্রমের উপকারিতা এবংএর প্রভাবে উক্ত দুই ইউনিয়নের মানুষের কৃষিক্ষেত্রে যে উন্নয়ন সাধিত হয়েছে তা নিয়েও আলোচনা করা হয়। এছাড়া টিআরএম বাস্তবায়নে উত্তরণের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।