তালার মাগুরায় সিসিটি কমিটির সভা অনুষ্ঠিত

0
564

নিজস্ব প্রতিবেদক, তালা: মানব পাচার প্রতিরোধ এবং পাচার শিকার নারী ও পুরুষদের স্বাস্থ্য সহায়তা প্রদান এবং পাচার বন্ধে জনসচেতনতা বৃদ্ধি বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর তালা উপজেলা বিভিন্ন ইউনিয়নে “সমন্বিত স্বাস্থ্য সহায়তা” নামের প্রকল্প বাস্তবায়ন করছে। দাতা সংস্থা অ্যানেসভাদ এবং আইওএম এর সহযোগীতায়, রূপান্তর এর সমন্বিত স্বাস্থ্য সহায়তা প্রকল্পের আওতায় উপজেলার মাগুরা ইউনিয়ন সিসিটি কমিটির সভা শনিবার সকালে মাগুরা ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজন করে। উক্ত সভায় সভাপতিত্ব করেন, মাগুরা ইউনিয়ন সিসিটির সভাপতি ও সংশ্লিষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গনেশ দেবনাথ। রূপান্তরের উপজেলা সমন্বয়কারী উৎপল চক্রবর্ত্তীর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে সিসিটির সদস্য ফাতেমা বেগম, রোকেয়া বেগম, রাশেদা বেগম, মহাদেব রাহা, চৈতন্য দাস, শেখ সোহাগ, জাফল মোড়ল ও মুকুল দাস প্রমুখ বক্তৃতা করেন। সভায় মানব পাচার প্রতিরোধ, পাচার বন্ধে সচেতনতা বৃদ্ধি এবং পাচার শিকার ভিকটিমদের স্বাস্থ্য সহায়তা প্রদান ও তাদের পূনর্বাসন করার উপর আলোচনা অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here