তালায় আধুনিক পদ্ধতিতে আমন ধান চাষ বিষয়ক প্রশিক্ষণ

0
251

তালা প্রতিনিধি : তালা উপজেলার যুগিপুকুর গ্রামে আধুনিক পদ্ধতিতে আমন ধান চাষ বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ বৃহস্পতিবার (২৩ জুন) সম্পন্ন হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় ও উন্নয়ন প্রচেষ্টার কৃষি ইউনিটের আওতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শুভ্রাংশু শেখর দাশ।
উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা মো. নয়ন হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা বিনেরপোতা বিনা’র সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল আক্তার, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এর বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নিয়ামাতুল রাজু, দীপ্ত সংস্থার পরিচালক কৃষিবিদ উত্তম কুমার মজুমদার, উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এ. এস.এম. মুজিবুর রহমান, শাখা ব্যবস্থাপক মো. ইমরান হোসেন, পিএটেক আব্দুল হাদি প্রমুখ। উক্ত প্রশিক্ষণে ২৫ জন কৃষক অংশগ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণে কৃষকদের আমন মৌসুমের বিভিন্ন উচ্চ ফলনশীল ধান যেমন বিনা ধান-১৭, ব্রি ধান৭১, ব্রি ধান৭৫, ব্রি ধান৮৭, ব্রি ধান৯০ ও ব্রি ধান৯৫ সময়কাল, চারা উৎপাদন ও চারার বয়স, লোগো পদ্ধতিতে চারা রোপণ ও ফলন ও জৈব সার জমিতে ব্যবহার পদ্ধতি শেখানো হয়।