তালায় ইউএনও মো. ফরিদ হোসেনকে অপসারনের দাবীতে আন্দোলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0
924

তালা প্রতিনিধি : তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন’র বিতর্কীত একাধিক কর্মকান্ডের প্রতিবাদে অবিলম্বে তাকে অপসারনের দাবীতে আন্দোলন কর্মসূচী গ্রহন করছে তালা উাজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার’র নেতৃত্বে দু’জন ভাইস চেয়ারম্যান, ১২টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, অর্ধশতাধিক ইউপি সদস্য, জেলা পরিষদ সদস্য, মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ। এই আন্দোলন কর্মসূচীতে ইতোমধ্যে স্থানীয় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ সহ সুশীল সমাজ নেতৃবৃন্দ সমর্থন দিয়েছেন। গৃহীত আন্দোলন কর্মসূচী অনুযায়ী আগামী ৩ জুন এর মধ্যে ইউএনও মো. ফরিদ হোসেনকে প্রত্যাহার করা না হলে ৪ জুন উপজেলা পরিষদ ঘেরাও সহ নানান কর্মসূচী পালিত হবে। উক্ত ঘেরাও কর্মসূচী সফল করার লক্ষ্যে আন্দোলনকারীদের প্রস্তুতি সভা দ্বিতীয় দিনের ন্যায় বুধবার সকালে তালা ডাকবাংলা চত্বরে অনুষ্ঠিত হয়েছে। তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি সরদার জাকির হোসেন’র সভাপতিত্বে সভায় আন্দোলনকারীদের কর্মসূচীর প্রতি একাত্মতা ঘোষনা করে প্রধান অতিথির বক্তৃতা করেন, স্থানীয় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। সাতক্ষীরা জেলা পরিষদ’র সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন’র পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, জেবুন্নেছা খানম, ধানদিয়া ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, সরুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান সরদার রফিকুল ইসরাম, ইসলামকাটী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সুভাষ চন্দ্র সেন, মাগুরা ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথ, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু, খলিলনগর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. মফিজ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আব্দুস সোবহান, তালা উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, তালা উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক সরদার রফিকুল ইসলাম, জালালপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তি, তেঁতুলিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আবুল কালাম আজাদ, কুমিরা ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আব্দুল জব্বার, সাতক্ষীরা জেলা যুবমৈত্রীর সহসভাপতি সব্যসাচী মজুমদার বাপ্পি, তালা রিপোর্টার্স ক্লাব’র সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান, উপজেলা ছাত্রলীগ সভাপতি শেখ সাদী, ইউপি সদস্য ময়নুল ইসলাম, মীর কল্লোল ও সরদার ইয়াছিন হোসেন প্রমুখ বক্তৃতা করেন।
সভা থেকে আগামী ৩ জুন’র মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেনকে প্রত্যাহার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানানো হয়। অন্যথায় ৪জুন উপজেলা পরিষদ ঘেরাও সহ ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচী গ্রহন করা হবে বলে জানানো হয়। উক্ত প্রস্তুতি সভায় উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, তালা প্রেস ক্লাব ও রিপোর্টার্স ক্লাব’র নেতৃবৃন্দ, বরেন্য বীর মুক্তিযোদ্ধাগণ ও সুশীল সমাজ নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here