তালায় উৎসবমূখর পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত

0
579

তালা প্রতিনিধি : উৎসবমূখর পরিবেশের মধ্যদিয়ে তালা উপজেলা সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। নববর্ষের প্রথমদিনে সোমবার উপজেলার অন্যান্য স্কুলের ন্যায় শতদল মাধ্যমকি বিদ্যালয় ও কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরন উৎসব অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উৎসবে সভাপতিত্ব করেন, বিদ্যালয় দু’টির ম্যানেজিং কমিটির সভাপতি ও তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম, তালা উপজেলা শ্রমিকলীগের সভাপতি, সাংবাদিক আব্দুল জব্বার ও তালা রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান। শুভেচ্ছা বক্তব্য রাখেন, শতদল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. সামছুল আলম। শিক্ষক এনামুল কবির’র পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে সমাজ সেবক বজলুর রহমান, ইউপি সদস্য সেকেন্দার আলী, জাকিয়া সুলতানা ইতি, শিক্ষক মো. আলমগীর হোসেন ও অভিভাবক খলিলুর রহমান প্রমুখ বক্তৃতা করেন। উৎসবে শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার মানুষ উপস্থিত ছিলেন। এসময় দুটি বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেযা হয় এবং মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। এদিকে, উপজেলার দক্ষিন খেশরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুরুপ বই বিতরন অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন দাশ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান, শিক্ষক এস.এম. লিয়াকত হোসেন। এসময় অন্যান্যের মধ্যে সাংবাদিক বি.এম. জুলফিকার রায়হান, শিক্ষক মনোরঞ্জন দাস, শাহানাজ পারভীন, লাবনী, সমাজ সেবক আবু তালেব প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করা হয় এবং মেধাবী শিক্ষার্থীদের পুরুস্কৃত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here