তালায় কবি সিকানদার আবু জাফর মেলা-১৭ এর সমাপনী অনুষ্ঠিত

0
377

বি. এম. জুলফিকার রায়হান, তালা : তালার তেঁতুলিয়ায় এক মাসের অধিক সময় ধরে চলমান কবি সিকানদার আবু জাফর মেলা-১৭ এর সমাপনী ঘোষনা করা হয়েছে। সমাপনী দিনে মোড়ক উন্মোচন, দু’জন সাহিত্যিককে সম্মাননা প্রদান, আলোচনা সভা ও পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়’র সহযোগীতায় এবং সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার বিকালে তেঁতুলিয়া সবুজ শিক্ষা প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমানী অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার মধ্যদিয়ে মেলার সমাপনী ঘোষনা করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে এসময় একুশে পদকপ্রাপ্ত চিত্র শিল্পি ও কবি পরিবারের সদস্য সৈয়দ জাহাঙ্গীর, সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সৈয়দ দিদার বখত্, সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সাতক্ষীরা জেলা শিল্পকলা অ্যাকাডেমির আহবায়ক এ.এফ.এম. এহতেশামূল হক, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. লিটন আলী, তালা থানার ওসি মো. হাসান হাফিজুর রহমান, তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান, সাতক্ষীরা প্রেস ক্লাব সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ এবং বেসরকারী উন্নয়ন সংস্থা সাস’র পরিচালক শেখ ইমান আলী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সাতক্ষীরা শিল্পকলা অ্যাকাডেমির সদস্য সচিব মোসফিকুর রহমান মিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা এবং কবি ভক্তরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here