তালায় দলিত নারীদের প্রত্যাশা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

0
385

তালা প্রতিনিধি: সরকারি, বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহে সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ায় অগ্রাধিকার ভিত্তিতে দলিত ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের অন্তর্ভূক্ত করা এবং খাস জমি প্রাপ্তিতে সুযোগ সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার সুজনশাহা উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে ও ইউএনডিপি’র সহযোগীতায় বাংলাদেশের তৃণমুল পর্যায়ের দলিত নারীদের অধিকার সুরক্ষা প্রকল্পের আওতায় বুধবার সকালে তালা বিআরডিবি হলরুমে উক্ত সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. হাদীউজ্জামান, সহকারী সেটেলমেন্ট অফিসার গাজী মনিরুজ্জামান, ইউসিসিএ চেয়ারম্যান মো. আব্দুল হামিদ সরদার, ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আলাউদ্দীন জোয়াদ্দার। স্বাগত বক্তৃতা করেন, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রানী দাস। উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার প্রজেক্ট ফ্যাসিলিটেটর সদয় দাস’র পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে সন্ধ্যা রানী দাস, শিক্ষক ইষ্টম দাস, মদন দাস সহ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সংলাপে ইউনিয়ন পরিষদ, স্কুল, কলেজ, কমিউনিটি ক্লিনিক সহ অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কমিটিতে অংশগ্রহন, সিদ্ধান্ত গ্রহনের বিষয়ে দলিত ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের সুযোগ সৃষ্টি এবং তাদের মাঝে খাস জমি বিতরন’র উপর আলোচনা অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here