তালায় নারীদের সক্ষমতা উন্নয়নে প্রশিক্ষন অনুষ্ঠিত

0
357

নিজস্ব প্রতিবেদক, তালা: উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে ও ইউএনডিপির সহযোগীতায় বাংলাদেশের তৃণমূল পর্যায়ের দলিত নারীদের অধিকার সুরক্ষা প্রকল্পের আওতায় দলিত ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী উন্নয়ন দলের নারীদের সক্ষমতা উন্নয়নে সুশাসন বিষয়ে একদিনের প্রশিক্ষনের আয়োজন করা হয়। কুমিরা ইউনিয়ন পরিষদ হলরুমে নারী উন্নয়ন দলের ৩০ জন সদস্যের উপস্থিতিতে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।

উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রানী দাসের সভাপতিত্বে প্রশিক্ষনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিরা ইউ.পি চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম। প্রশিক্ষনটি প্রশিক্ষক মার্ক সরকারের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য শ্যামল ঘোষ, মো. ছায়রাবানু, পিএফ-সদয় দাস, শেখ আলাউদ্দিন। উপস্থিত অথিতিরা বক্তেব্যের মধ্যে এ ধরনের প্রশিক্ষনের মাধ্যমে দলিত ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীর অধিকার অর্জনে ও সচেতনতা বৃদ্ধিতে সক্ষম হবে বলে মনে করেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here