তালায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

0
166

বি. এম. জুলফিকার রায়হান, তালা : পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন- শ্লোগান সামনে রেখে সাতক্ষীরার তালায় স্বাস্থ্যবিধি মেনে প্রাণিসম্পদ প্রদর্শনী- ২০২২ অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) ও প্রাণিসম্পদ অধিদপ্তর (ডিএলএস) এর অর্থায়নে বুধবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ চত্বরে উক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডা. সুখেন্দু শেখর গাইন।
উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সন্জয় বিশ^াস।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শুভ্রাংশু শেখর দাশের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, জেলা বাকশিসের সভাপতি অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা অমল কান্তি ঘোষ, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, সাবেক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ¯িœগ্ধা খাঁ বাবলী, সমাজসেবা অফিসার সুমনা শারমিন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. আবু তাহের, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবায়দুল হক প্রমুখ।
উদ্বোধনের পর মেলার ৩৬ টি প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিবৃন্দ। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।