তালায় মৎস্য অফিসের কম্বিং অপারেশন

0
302

তালা প্রতিনিধি : তালা উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলার শালিখা নদী সহ সংলগ্ন খাল ও বিভিন্ন হাট-বাজারে কম্বিং অপারেশন পরিচালিত হয়েছে। রোববার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অপারেশন চালানো হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেেেছ, সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান’র নেতৃত্বে তালা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, সাবেক সিনিয়র মৎস্য অফিসার নির্মল কুমার ঘোষ ও ক্ষেত্র সহকারী সুমন সেন সহ একদল পুলিশ কম্বিং অপারেশনে অংশগ্রহন করেন। এসময় শালিখা নদী থেকে অবৈধ নেট, পাটা ও জাল উদ্ধার করে পুড়িয়ে দেয়া হয় এবং চিংড়িতে পুশ করার অপরাধে বারানগর গ্রামের সুজন ফিস’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। চলতি মাসে ২ দফা উপেেজলার বিভিন্ন নদী ও খালে নেট-পাটা অপসারন এবং চিংড়িতে পুশ রোধে এই অভিযান চলবে বলে জানা গেছে।