তালায় সাস’র পিঠা উৎসব ও বর্ষবরন-১৮ অনুষ্ঠিত

0
654

তালা প্রতিনিধি : তালার বেসরকারি উন্নয়ন সংস্থা সাস’র উদ্যোগে, সংস্থার সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচী প্রকল্প’র আওতায় বর্ষবরন, পিঠা ও পৌষ উৎসব সোমবার দিনব্যপী সাস কার্যলয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের আওতাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানদের অংশগ্রহনে পৌষ ও পিঠা উৎসব শেষে সন্ধ্যায় একই স্থলে প্রতিবছরের ন্যায় বর্ষবরন এবং ডায়েরী বিতরন অনুষ্ঠান- সাস’র নির্বাহী পরিষদের সভাপতি আশুতোষ সরকার’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা সরকারি কলেজের অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা। স্বাগত বক্তব্য রাখেন, সাস’র নির্বাহী পরিচালক শেখ ইমান আলী।
বিশেষ অতিথির বক্তৃতা করেন, তালা থানার ওসি মো. হাসান হাফিজুর রহমান, তালা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শেখ আব্দুল মালেক, তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান, শালিখা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু ও তালা মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম। সাস’র সমন্বয়কারী মো. শাহ আলম’র পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মুকুন্দ কুমার রায়, উন্নয়ন প্রচেষ্টা পরিচালক শেখ ইয়াকুব আলী, স্বাস্থ্য পরিদর্শক মীর মহসীন হোসেন, আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ, জেএসডির কেন্দ্রিয় নেতা মীর জিল্লুর রহমান, শিক্ষক স্বপন কুমার মিত্র, শ্রমিকলীগ সভাপতি আব্দুল জব্বার, সাস’র সহকারী পরিচালক এ.কে.এম গোলাম ফারুক, প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সাস কর্মকর্তা মো. রুহুল আমীন, আব্দুস সালাম, গাজী শামীম হোসেন মিঠু, সুশান্ত ঘোষ, ডা. আব্দুর রহমান, সাধন কুমার দাস, সিনিয়র সাংবাদিক আব্দুল আলীম, তালা রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক বি.এম. জুলফিকার রায়হান ও দলিত নেতা উদয় সাধু প্রমুখ সহ এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সুশীল সমাজ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here