তালায় ৩দিন ব্যপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন

0
368

বি. এম. জুলফিকার রায়হান, তালা: ‍“স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশী ফলের গাছ লাগাই” প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে তালায় ৩দিন ব্যপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন হয়েছে। তালা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের বাস্তবায়নে মঙ্গলবার (২৫জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে মেলার আয়োজন করা হয়।

এ- উপলক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে স্থানীয় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা শহীদ মুক্তিযোদ্ধা মহা বিদ্যালয়ের অধ্যক্ষ মো. এনামুল ইসলাম ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইখতিয়ার হোসেন।

স্বাগত বক্তৃতা করেন, উপজেলা কৃষি অফিসার মো. সামছুল আলম। উপ-সহকারী কৃষি অফিসার অমল কুমার ব্যানার্জী’র পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু ও তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান প্রমুখ বক্তৃতা করেন।

কৃষি অফিস সূত্রে জানাগেছে, ফলদ বৃক্ষমেলা উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরের মেলায় একাধিক ফলদ বৃক্ষের ষ্টল বসানো হয়েছে। আগামী ২৭ জুলাই বিকালে উক্ত মেলার সম্পন্ন হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here