তালায় ৩১০জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরন

0
386

তালা প্রতিনিধি : তালা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বুধবার সকালে উপজেলার ১২টি ইউনিয়নের ৩১০জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন করা হয়েছে। তালা উপজেলা পরিষদ চত্বর এবং কুমিরা ইউনিয়ন পরিষদ চত্বরে ২টি ভাগে উক্ত বীজ ও সার বিতরন করা হয়েছে। এসময় তালা উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মো. সামছুল আলম, কুমিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম সহ কৃষি বিভাগের কর্মকর্তা ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মো. সামছুল আলম জানান, চলতি রবি ২০১৭-১৮ মৌসুমে ভূট্টা, সরিষা ও বিটি বেগুন এবং খরিপ-১/২০১৭-১৮ মৌসুমে গ্রীষ্মকালীন তীল ও গ্রীষ্মকালীন মুগ উৎপাদন বৃদ্ধির লÿে প্রণোদনা কর্মসূচীর বরাদ্দকৃত বীজ ও সার বিতরন করা হয়। তিনি বলেন, উপজেলার ১২টি ইউনিয়নের ১২০জন মুগ চাষী কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও একই পরিমানে পটাশ দেয়া হয়। এছাড়া তীল চাষী ১৯০জন কৃষকের প্রত্যেককে ১ কেজি করে বীজ, ২০ কেজি করে ডিএপি ও ১ কেজি করে পটাশ দেয়া হয়। কৃষকদের সহায়তার জন্য সরকারের দেয়া উক্ত সার ও বীজ বীনামূল্যে পেয়ে কৃষকরা অধিক লাভবান হবে। তাছাড়া, তালায় চলতি মৌসুমে তীল ও মুগ উৎপাদন বৃদ্ধি পাবে বলে- উপজেলা কৃষি অফিসার জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here