তালা উপজেলা ভূমি কমিটি গঠন

0
217

সভাপতি আলাউদ্দীন জোয়ার্দ্দার, সম্পাদক অচিন্ত্য সাহা

তালা প্রতিনিধি : ভূমিহীনদের মাঝে খাস জমি জমি সুষ্ঠভাবে বিতরণ এবং খাসজমি ও ভূমিহীন চিহ্নিতকরণে সরকারকে সহযোগীতা করার লক্ষে তালা উপজেলা ভূমি কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার তালা শিশুতীর্থ স্কুলে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি মনোনিত হয়েছেন, বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দীন জোয়ার্দ্দার। এছাড়া সাধারণ সম্পাদক মনোনিত হয়েছেন অধ্যাপক অচিন্ত্য সাহা।
বে-সরকারী সংস্থা উক্তরণ এর আমার প্রকল্পের আয়োজনে, ভূমি কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাবেক প্রধান শিক্ষক ও বরেন্য বীর মুক্তিযোদ্ধা মো. ময়নুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উত্তরণের প্রকল্প সমন্বয়কারী জাহিন শাম্স সাক্ষর।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো. আলাউদ্দীন জোয়ার্দার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোস্তারি সুলতানা পুতুল, ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক অচিন্ত্য সাহা, মুক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোবিন্দ ঘোষ, রুপালী পরিচালক শফিকুল ইসলাম, উহমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী পরিচালক আশরাফুন্নাহার আশা, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, সহকারী প্রধান শিক্ষক সাংবাদিক গাজী জাহিদুর রহমান, শিশুতীর্থের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, সাংবাদিক মো. আশরাফ আলী ও বি.এম জুলফিকার রায়হান প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উত্তরণ প্রতিনিধি মো. সিরাজুল আসলাম, অ্যাড. মেজবাউর রহমান খান, মো. বদরুজ্জামান, মো. রবিউল ইসলাম, শুধাংশু শেখর হালদার, শেখ বায়জিদ হোসেন, ফাওজুল কবীর সহ ফেডারেশন গ্রুপের নারী সদস্য সহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দীন জোয়ার্দ্দারকে সভাপতি, উন্নয়ন সংগঠক আশরাফুন্নাহার আশা, রুপালী পরিচালক শফিকুল ইসলাম, শিক্ষক গাজী জাহিদুর রহমানকে সহ-সভাপতি, অধ্যাপক অচিন্ত্য সাহাকে সাধারণ সম্পাদক, রাজনৈতিক ব্যক্তিত্ব মীর জিল্লুর রহমান, শিক্ষক মো. আলমগীর হোসেন ও প্রভাষক কল্পনা সাহাকে যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংবাদিক বি.এম জুলফিকার রায়হানকে সাংগঠনিক সম্পাদক, স্বেচ্ছাসেবী সংগঠক ময়নুল আমিন মিঠুকে সহ-সাংগঠনিক সম্পাদক, অ্যাড. ফারজানা রহমান সুবর্নাকে আইন সহায়তা বিষয়ক সম্পাদক, মুক্তি ফাউন্ডেশন পরিচালক গোবিন্দ ঘোষকে খাস জমি বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোড়ল আবু বক্করকে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, সাংবাদিক মো. আশরাফ আলীকে মিডিয়া বিষয়ক সম্পাদক, শিক্ষক সাবিনা ইয়াসমিনকে নারী ও শিশু বিষয়ক সম্পাদক এবং মৎস্যজীবী নেতা আব্দুর রশিদকে জলমহল বিষয়ক সম্পাদক মনোনিত করা হয়।
পরে একই স্থানে তালা উপজেলা ভূমি কমিটির সভা বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দীন জোয়ার্দ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।