তালা মহিলা কলেজ’র অধ্যক্ষ আব্দুর রহমানের হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্মৃতি পদক লাভ

0
566

তালা প্রতিনিধি : তালার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান- তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমানকে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য “হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্মৃতি পদক-২০১৭” দেয়া হয়েছে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্মৃতি পরিষদ গত শুক্রবার ঢাকায় প্রফেসর আখতার ইমাম অডিটোরিয়ামে “হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভার মাধ্যমে উক্ত পদক দেয়া হয়।
হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্মৃতি পরিষদ’র সভাপতি ভাষা সৈনিক মো. রেজাউল করিম এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর আপিলেট ডিভিশনের মাননীয় বিচারপতি মো. ছিদ্দিকুর রহমান মিয়া। প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ বার কাউন্সিল এর ভাইস চেয়ারম্যান অ্যাড. আবদুল বাসেত মজুমদার। বিশেষ অতিথি ছিলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দীন আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. শহীদুল্লাহ সিকদার ও অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। সভা শেষে সাতক্ষীরা জেলা বাকশিস এর সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব অধ্যক্ষ আব্দুর রহমানকে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায়- হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্মৃতি পদক-২০১৭” দেয়া হয়। উল্লেখ্য, অধ্যক্ষ মো. আব্দুর রহমান তালা মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতাকালীন অধ্যক্ষ হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং বিশিষ্ট সমাজ সেবক।
এদিকে, অধ্যক্ষ মো. আব্দুর রহমান- হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্মৃতি পদক-২০১৭ পাওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন, তালা মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি ও স্থানীয় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, গভর্নিং বডির সদস্য তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ইঞ্জিনিয়ার বিশ্বাস শাহাদাৎ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ, রফিক উদ্দীন সরদার, ইমান আলী, নারায়ন চন্দ্র দেবনাথ, সরদার রফিকুল ইসরাম, কলেজের উপাধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক বৈদ্য সুকুমার, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক নন্দী দিপংকর, প্রাভষক নিলুফার বানু ও আসরারুল হক সহ সকল শিক্ষক, কর্মচারী ও ছাত্রীবৃন্দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here