তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমানকে সম্বর্ধনা প্রদান

0
553

বি. এম. জুলফিকার রায়হান, তালা : সাতক্ষীরা জেলা বাকশিস সভাপতি ও তালা মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক নির্বাচিত হয়েছেন। এতেকরে তালা মহিলা কলেজের শিক্ষক কর্মচারী পরিষদের উদ্যোগে বুধবার বেলা ১২টায় শিক্ষক মিলনায়তনে কলেজ অধ্যক্ষ মো. আব্দুর রহমানকে সম্বর্ধনা প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ট কলেজের উপাধ্যক্ষ শেখ শফিকুল ইসলামের সভাপতিত্বে সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে সম্বর্ধিত ও প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান। উক্ত কলেজের শিক্ষক প্রভাষক মো. আনিছুর রহমানের উপস্থাপনায় কলেজের শিক্ষক সহকারী অধ্যাপক নন্দী দিপংকর, সহকারী অধ্যাপক তরুন কুমার সরকার, সহকারী অধ্যাপক কাজী মোজাম্মেল হক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক বৈদ্য সুকুমার, প্রভাষক মো. জাহিদুল ইসলাম, প্রভাষক নরোত্তম প্রসাদ সরকার, প্রভাষক নিলুফার বানু, প্রভাষক গাজী আসাদুজ্জামান, প্রভাষক এস.এম আলমগীর হোসেন, সাংবাদিক আব্দুল আলীম ও বি.এম জুলফিকার রায়হান এবং কর্মচারীদের পক্ষে কায়কোবাদ সরদার সম্বর্ধনা সভায় বক্তব্য রাখেন।

উল্লেখ্য, বাকশিস কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, ১৯৮৬ সালে চুকনগর কলেজে শিক্ষকতার পেশায় যোগদান করেন। এরপর ১৯৯৪ সালে তালা মহিলা কলেজ প্রতিষ্ঠার পর অত্র কলেজের অধ্যক্ষ হিসেবে অদ্যবধি সুনামের সহিত দায়িত্ব পালন করছেন। ১৯৯৪ সালে শিক্ষক কর্মচারী ফেডারশনের সাধারণ সম্পাদক সহ একই সঙ্গে তালা উপজেলা বাকশিস’র প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেন। পাশাপাশি বাংলাদেশ কলেজ শিক্ষক কর্মচারী ফ্রন্টের তালা উপজেলা শাখার আহবায়কের দায়িত্ব অদ্যবধি পালন করছেন। এরপর ২০১১ সালে ও ২০১৪ সালে পর পর দু’টার্ম সাতক্ষীরা জেলা বাকশিস’র সভাপতির দায়িত্ব পালন শেষে চলতি সালে বাকশিস কেন্দ্রীয় কমিটি যুগ্ন-সম্পাদক নির্বাচিত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here