তিন দিনেও সাংবাদিকের মোটরসাইকেল সন্ধান দিতে পারিনি যশোর পুলিশ

0
307


নিজস্ব প্রতিবেদক : তিনদিন পেরিয়ে গেলেও যশোর সাংবাদিক ইউনিয়নের যুগ্মসাধারণ সম্পাদক তবিবর রহমানের চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার করতে পারেনি পুলিশ। এমনকি চুরির ঘটনার সাথে জড়িত কাউকে আটকও করতে পারেনি তারা। এ বিষয়ে কোতয়ালি থানার ওসি (তদন্ত) তাসমীম জানান, চুরি যেখানে সংগঠিত হয়েছে; সেখানে সরেজমিন দেখে পাশ্ববর্তী এলাকার বিভিন্ন সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। চোর ধরার জন্য তৎপরতা অব্যাহত রয়েছে।
যশোর শহরের এমএম আলী রোডের সমবায় ব্যাংকের পেছনে চতুর্থ তলা ভবনের বাসার সামনে রাখা সাংবাদিক তবিবর রহমানের লাল রঙের হিরো হোন্ডা মোটরসাইকেলটি চুরি হয় গত ৪ ফেব্রুয়ারি। সেখানে থাকা সিসিটিতে দেখা যায়, বুধবার রাত ৯ টায় চুরি করে নেওয়া হচ্ছে।
এই ঘটনায় ওই রাতেই যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করেন মোটরসাইকেলের মালিক জেইউজের যুগ্মসম্পাদক ও সমাজের কথার চিফ রিপোর্টার তবিবর রহমান।
এদিকে তবিবর রহমানের মোটরসাইকেল চুরির ঘটনায় যশোর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করতে গিয়ে পুলিশের অসৌজন্যমূলক আচরণের শিকার হন সাংবাদিক নেতৃবৃন্দ। ওইদিন রাতে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, যুগ্ম-সম্পাদক তবিবর রহমানসহ সাংবাদিকদের সাথে যশোর কোতোয়ালির ওসি মনিরুজ্জামান অসৌজন্যমূলক এ আচরণ করেন।