তিন বাহিনীর ৪৪ সদস্য টিম বেনাপোল বন্দর পরিদর্শন

0
467

বিশেষ প্রতিনিধি : আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের (এএফডব্লিউসি) ৪৪ সদস্যের একটি প্রতিনিধিদল বাণিজ্যিক বিষয়ে অভিজ্ঞতা অর্জনে সোমবার বিকেলে বেনাপোল বন্দর পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মাহাবুবুল হক। এসময় সেনাবাহিনীর ২৫, নৌবাহিনীর ৫ ও বিমান বাহিনীর ৫ জন উচ্চপর্যায়ের অফিসারসহ মোট ৪৪ জন পরিদর্শনকারী ছিলেন। প্রতিনিধিদলটি বেনাপোল কাস্টমস হাউজে এসে পৌঁছালে কাস্টমস কমিশনার শওকত হোসেন তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর বেনাপোল কাস্টমস হাউজ অডিটরিয়ামে তাদের সাথে মতবিনিময় করেন। পরে প্রতিনিধি দলটি বন্দরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। বাংলাদেশ-ভারত পাসপোর্টযাত্রীরা কীভাবে যাতায়াত করে, আমদানি-রফতানি প্রক্রিয়া, শুল্কায়ন প্রক্রিয়া এবং পণ্য খালাস প্রক্রিয়া সরেজমিনে পরিদর্শন করেন তারা।
এরআগে প্রতিনিধি দলটি বিকাল সাড়ে ৪ টায় বেনাপোল চেকপোস্ট এসে পৌঁছালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক তাদের ফুল দিয়ে বরণ করে নেন। বিকাল সাড়ে ৫ টায় বন্দর পরিদর্শন শেষে প্রতিনিধি দলের সদস্যরা বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের যৌথ প্যারেড (রিট্রিট সেরিমনি) উপভোগ করেন। সেখানে দুই দেশের জাতীয় পতাকা একসঙ্গে নামানো ও সম্মান প্রদর্শন করেন প্রতিনিধিদলটি। প্যারেড শেষে দুই দেশের অধিনায়কের হাতে উপহার সামগ্রীও তুলে দেন প্রতিনিধি দলের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাহাবুবুল হক।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, প্রতিনিধিদলটি সন্ধ্যায় ঢাকার উদ্দেশে বেনাপোল বন্দর ত্যাগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here