তিন শতাধিক সংস্কৃতিকর্মীকে ঈদ উপহার প্রদান

0
236

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে কর্মহীন হয়ে পড়া ও অসহায় মানুষদের মাঝে যশোর জেলায় নানা পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় যশোরের অসচ্ছল ৩২০ সংস্কৃতিকর্মী পেলেন সরকারি এ সহায়তার উপহার। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শিল্পকলা একাডেমির অসচ্ছল সংস্কৃতিকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ২ টন চাল এবং নগদ ৪০ হাজার টাকা দেয়া হয়। এ সহায়তা উপহার ৩২টি সাংস্কৃতিক সংগঠনের ২৯০ ও ছয়টি সাউন্ড, লাইট ও ডেকোরেটর প্রতিষ্ঠানের ৩০ জনের মধ্যে প্রত্যেককে ছয় কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, এক কেজি মুসরির ডাল প্রদান করা হয়।

মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে স্ব স্ব প্রতিষ্ঠানের নের্তবৃন্দের হাতে এ উপহারসামগ্রী তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শিল্প একাডেমির সহসভাপতি সুকুমার দাস, সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তারু, সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলুসহ বিভিন্ন সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক ও কর্মীবৃন্দ।