তুমি শুধু আমার, লেখক: এস ই ইসলাম

0
1465

তুমি নদী হয়ে এসো,
আমার নয়ন তাঁরায় বসো।
আমি তোমারই-তোমারই,
তুমি শুধু আমারই।
যখন তখন আমার প্রাণে
দুলা দিয়ে যাও আনমনে,
তোমার চলার শব্দের প্রতিধ্বনি,
শুনতে পাই দিবা রজনী
তোমার চুলের সুবাসে,
ফিরে পাই সেই প্রভাতের
স্পর্শ খানি ¯œান শেষের ।
তুমি শুধুই আমারই।
নদী তুমি স্বপ্ন হয়ে এসো,
আমার নয়ন তাঁরায় বসো।
মুক্ত ঝরা হাসির বদন,
ব্যাকুল করে আমায় যখন।
আমি তখন ভাবি।
তুমি শুধুই আমারই,
হাতটি বাড়িয়ে ছুয়েঁ দেখবো যখন
অনেক যতনে ঘুম পাড়িয়ে দিবো তখন,
কপোল চুমে বলবো আমি।
নদী তুমি শুধু আমারই,
আমি তোমাই তোমারই।
বেলী ও বকুল ফুলের মালাটিও,
পরাবো তোমার গলে।
রংধনুর সাত রং নাচিবে,
কেবল প্রজাপতি হয়ে।
নদী তুমি শুধু আমারই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here