‘তৃতীয় রাজনৈতিক শক্তি’ গঠন করে জেএসডি যশোরে নির্বাচন করবে

0
559

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি যশোর জেলা কমিটির সভা বৃহস্পতিবার জেল রোডের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবদুস সালাম।
সভায় বক্তব্য রাখেন- সিনিয়র সহ-সভাপতি ফকির শওকত, সহ-সভাপতি এম.এ মান্নান, সাধারণ সম্পাদক সৈয়দ বিপ্লব আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল হাবিব উজ্জল, সাংস্কৃতিক সম্পাদক তহীদ মনি, কার্যকরী সদস্য আবু মুছা, শওকত আলী শাওন প্রমুখ।
সভায় বক্তারা বলেন- জেএসডি সমমনা রাজনৈতিক দলগুলির সমন্বয়ে ‘তৃতীয় রাজনৈতিক জোট’ গঠন করেই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে। এ লক্ষ্যে যশোরের ৬টি আসনের প্রার্থী নির্বাচন প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে। বক্তারা পার্লামেন্টের উচ্চ কক্ষ গঠন করে সেখান থেকে নির্বাচন কালীন সরকার গঠনের তাগিদ দেন। দেশে ৯টি প্রদেশ দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ও শক্তিশালী উপজেলা চালু এবং জেএসডির ১০ দফা বাস্তবায়নের দাবী জানান। উপজেলা ভিত্তিক শিল্পাঞ্চল গঠন করে দেশের বেকার সমস্যা সমাধান করতে হবে। সভায় রাজনৈতিক ও সাংগঠনিক বিষয় ব্যাপক আলোচনা করা হয়। সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভা শেষ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here