দশ বছর ধরে যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক,সেবিকা ও কর্মচারি দিয়েই চলছে করনারী কেয়ার ইউনিট

0
510

নিজস্ব প্রতিবেদক:যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারাল হাসপাতালের করনারী কেয়ার ইউনিট চলেেছ,জেনারেল হাসপাতালের চিকিৎসক,সেবিকা ও কর্মচারি দিয়ে। গত দশ বছর আগে এই বিভাগ চালু হলেও আলাদা কোন চিকিৎসক,সেবিকা,নেই। যার কারনে বৃহত্তর যশোর অঞ্চলের যে সকল রোগীরা হার্টের সমস্য নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে অসেন তাদেরকে করনারী কেয়ার ইউনিটে ভর্তি করে চিকিৎসা দিতে হয়। চিকিৎসক ও জনবল সংকটের কারনে করোনারী বিভাগে চিকিৎসা নিতে আসা রোগী দের ভোগান্তির মধ্যে দিয়ে চিকিৎসা সেবা নিতে হয়। এব্যাপারে
জানতে চাইলে হাসপাতালের হৃদরোগ বিশেঙ্গ চিকিৎসক কাজল কান্তি দাঁ বলেন করনারী কেয়ার ইউনিটের সকল সমস্য নিয়ে,২৫০ শয্য বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাধায়কের মাধ্যমে একাধিক বার সংস্লিষ্ট মন্ত্রালয়ে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু আজ অবধি তার কোন কার্যক্রম বা সংস্লিষ্ট মন্ত্রালয় কোন পদক্ষেপ গ্রহন করে নাই। তারপরও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক,সেবিকা, কর্মচারি দিয়ে করনারী কেয়ার ইউনিটের সকল কার্যক্রম চালিয়ে যাওয় হচ্ছে। হাসপাতালের তত্বাধায়ক আবুল কালাম আজাদ বলেন,করনারী কেয়ার ইউনিটের ২০০৯ সালে যাত্রা শুরু হয়৷ এখানে রোগীদের জন্য ২৮টি বেড আছে, সেখানে গড়ে প্রায় ৭০জন রোগী ফ্লোরিংং করে রাখা হয়৷ ২৮টি বেডের রোগীদের ডাইট দেওয়া হয়৷ কিভাবে দেওয়া হয় আমি জানিনা৷ করোনারী কেয়ার ইউনিটে অদ্যবদি কোন পদ সৃৃষ্টি করা হয়নি৷ আমরা ইতি মধ্যে ৭৮জন পদ সৃৃষ্টির জন্য আবেদন দেওয়া হয়েছে সংংস্লিষ্ট মন্ত্রালয়ে৷ এর ভিতর ৪৬টি পদ প্রক্রিয়া ধিন আছে৷ এমত অবস্থায় বর্তমান হাসপাতালের সিমিত সংংখক জনবল দিয়ে করনারী কেয়ার ইউনিট পরিচালনা করা হচ্ছে৷ যারফল শ্রুতিতে হাসপাতালের ১২টি ওয়ার্ডের রোগীদের সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে৷ এছাড়াও করনারী কেয়ার ইউনিটের জন্য অতি দ্রুত ৪র্থ শ্রেণীর কর্মচারী ও মেডিকেল অফিসার্স প্রয়োজন৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here