দিবা-রাত্রির টেস্টে কুক ও রুটের বিশ্বরেকর্ড

0
333

ক্রীড়া ডেস্ক: দিবা-রাত্রির টেস্টে যেকোন উইকেট জুটিতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়লেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিষ্টার কুক ও বর্তমান দলপতি জো রুট। নিজেদের ইতিহাসে প্রথম দিবা-রাত্রির টেস্টে বার্মিংহামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় উইকেট জুটিতে ২৪৮ রান যোগ করেন কুক ও রুট। ফলে এই জুটির স্কোর হয়ে যায় দিবা-রাত্রির টেস্টে যেকোন উইকেটে সর্বোচ্চ রানের জুটি।

এর আগের রেকর্ডটি ছিলো পাকিস্তানের আজহার আলী ও সামি আসলামের। ২০১৬ সালের ১৩ অক্টোবর দুবাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ২১৫ রান করেছিলেন তারা। তাই আজহার ও আসলামের বিশ্বরেকর্ড ভেঙ্গে নয়া রেকর্ড গড়লেন কুক ও রুট।
শুধুমাত্র টেস্ট ইতিহাসে নয় বার্মিংহামে তৃতীয় উইকেট জুটিতেও সর্বোচ্চ রান যোগ করলেন কুক ও রুট। তৃতীয় উইকেট আগের সর্বোচ্চ জুটির রান ছিলো ২২৭। ১৯৯২ সালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসে রবিন স্মিথ ও অ্যালেক স্টুয়ার্ট ২২৭ রানের জুটি গড়েছিলেন। বাসস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here