দিল্লির বঙ্গবন্ধু সড়কের সামনে বঙ্গবন্ধু কন্যার ছবি

0
694

ম্যাগপাই নিউজ ডেক্স :  দিল্লির বিখ্যাত ‘পার্ক স্ট্রিট’গত এপ্রিল থেকেই হয়েছে বাঙালির স্বাধীকার আন্দোলনের মহান পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। সেই সড়কের সামনে বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার একটি ছবি প্রকাশ করেছেন তারই ছেলে সজীব ওয়াজেদ জয়। জয়ের ফেসবুক পেজে ছবিটি দেয়ার পরেই সেটি ভাইরাল হয়ে যায়।

গত ৭ থেকে ১০ এপ্রিল ভারত সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে তাকে নজিরবিহীন আতিথেয়তা দিয়েছে ভারত। আর দুই দেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধির স্মারক হিসেবে বঙ্গবন্ধুর নামে সড়ক উদ্বোধন করা হয়। সফরের দ্বিতীয় দিন দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক এবং চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের পর দুই প্রধানমন্ত্রীর যৌথ ঘোষণায় এই বিষয়টি উঠে আসে।

ভারত সফরকালে ওই সড়কের সামনে দাঁড়িয়েই একটি ছবি তোলেন প্রধানমন্ত্রী। ছবিতে পেছনে সড়কটির নামফলক দেখা যায়। এতে হিন্দি, ইংরেজি, উর্দু ও স্থানীয় আরেক ভাষায় সড়কটির নাম লেখা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব রোড।

শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে নিজের ভেরিফাইড পেজে ছবিটি আপলোড করার পর পর বঙ্গবন্ধু ও শেখ হাসিনা ভক্তরা ছবিটির নিচে কমেষ্ট করেন।

সাংবাদিক নাদিম কাদির তার কমেন্টে লেখেন, ‘অ্যা মোমেন্ট অব গ্রেট অনার অ্যান্ড প্রাইড’।

বাকি ভুঁইয়া লিখেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সড়কে … বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।’

আসিমা চৌধুরী আমিরা লিখেছেন, ‘নাইস লাগছে।’

রফিকুন নবী রানা নামে একজন আক্ষেপ করে লিখেছেন, ‘বাংলায় লেখা থাকলে সুন্দর হইত।’

জিন্নাত আরা বেগম লিখেছেন, ‘বাবাকে হারিয়েছেন, কিছুটা হলেও শান্তি পাবেন ‘

আহমেদ রিয়াজ লিখেছেন, ‘বিজয়ের এক টুকরো বাংলাদেশ, ভারতের একশত কোটি জনতার চোখে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here